Thursday, May 28, 2015

আপনার কিছু বলার আছে ?

বাস্তব সত্য এবং জীবনমুখী প্রশ্ন করার অপরাধে ক্ষমা চাইতে বাধ্যকরা হল হলিক্রসের ইসলাম শিক্ষার শিক্ষককে ?
হয়তো চাকরিও হারাবেন উনি । উনার বুঝা উচিত ছিল নারীর অবমাননা যারা করে তাদের পিতারাই এখন নিয়ত্রক ও সুশিলের ভুমিকায় ।
কি ছিল সেই প্রশ্নে ?
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির প্রথম সাময়িকীর ইসলাম ধর্ম (সৃজনশীল) পরীক্ষা হয় গত সোমবার।
৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে,
“সানজিদার চালচলন, বেশভূষা ও কথাবার্তায় বেশ মার্জিত সবাই তার সাথে সদাচরণ করে। অপরপক্ষে তার সহপাঠী রুমানা আটসাঁট পোশাক পরে। তাই সে গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরে প্রতিবছর বৈশাখী মেলাসহ বিভিন্ন মেলায় অংশ গ্রহণ করে। মাঝে মধ্যে সে অনেক সমস্যায় পড়ে, তার কথাবার্তা চালচলন মার্জিত নয়। পাড়ার ছেলেরা অনেক সময় তাকে উত্যক্ত করে। এ বছর বৈশাখী মেলায় ঘটে যাওয়া বিষয় সম্পর্কে রুমানা –সানজিদাকে জানালে সানজিদা তাকে পোশাক পরিচ্ছদে শালীনতা অবলম্বনের পরামর্শ দেয়।”
ক. শালীনতা কী? ১
খ. রুমানা পোশাক পরিচ্ছদে শালীনতা অবলম্বন করবে কেন? ব্যাখ্যা কর। ২
গ. সানজিদাকে অনুসরণ করে আমরা কীভাবে সামাজিক অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করতে পারি? ব্যাখ্যা কর। ৩
ঘ. সুস্থ, সুন্দর সমাজ গঠনে শালীনতার তাৎপর্য ও গুরুত্ব কুরআন- হাদীসের আলোকে বিশ্লেষণ কর। ৪
আপনার কিছু বলার আছে ?

by ibrahim HD

0 comments:

Post a Comment