Sunday, May 31, 2015

দীপিকা আসছে ঢাকায়।

দীপিকা আসছে ঢাকায়। এ নিয়ে অনেকের মাঝে আনন্দের সিমা নেই। এরা মাঝে মাঝে আসে আর অনেক টাকা নিয়ে যায়। অনেকে অনেক টাকা ঢালবে তার জন্য। লাক্সের প্রচারণার অংশ হিসেবে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাংলাদেশে আসার খবর ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে অনেক আগেই।এর আগে বিভিন্ন সময় বলিউডের শাহরুখ-সালমান বা ক্যাটরিনা কাইফের মতো তারকারা বাংলাদেশ ঘুরে গেলেও এটাই দীপিকার প্রথম বাংলাদেশ সফর।
by ibrahim HD

Thursday, May 28, 2015

আপনার কিছু বলার আছে ?

বাস্তব সত্য এবং জীবনমুখী প্রশ্ন করার অপরাধে ক্ষমা চাইতে বাধ্যকরা হল হলিক্রসের ইসলাম শিক্ষার শিক্ষককে ?
হয়তো চাকরিও হারাবেন উনি । উনার বুঝা উচিত ছিল নারীর অবমাননা যারা করে তাদের পিতারাই এখন নিয়ত্রক ও সুশিলের ভুমিকায় ।
কি ছিল সেই প্রশ্নে ?
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির প্রথম সাময়িকীর ইসলাম ধর্ম (সৃজনশীল) পরীক্ষা হয় গত সোমবার।
৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে,
“সানজিদার চালচলন, বেশভূষা ও কথাবার্তায় বেশ মার্জিত সবাই তার সাথে সদাচরণ করে। অপরপক্ষে তার সহপাঠী রুমানা আটসাঁট পোশাক পরে। তাই সে গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরে প্রতিবছর বৈশাখী মেলাসহ বিভিন্ন মেলায় অংশ গ্রহণ করে। মাঝে মধ্যে সে অনেক সমস্যায় পড়ে, তার কথাবার্তা চালচলন মার্জিত নয়। পাড়ার ছেলেরা অনেক সময় তাকে উত্যক্ত করে। এ বছর বৈশাখী মেলায় ঘটে যাওয়া বিষয় সম্পর্কে রুমানা –সানজিদাকে জানালে সানজিদা তাকে পোশাক পরিচ্ছদে শালীনতা অবলম্বনের পরামর্শ দেয়।”
ক. শালীনতা কী? ১
খ. রুমানা পোশাক পরিচ্ছদে শালীনতা অবলম্বন করবে কেন? ব্যাখ্যা কর। ২
গ. সানজিদাকে অনুসরণ করে আমরা কীভাবে সামাজিক অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করতে পারি? ব্যাখ্যা কর। ৩
ঘ. সুস্থ, সুন্দর সমাজ গঠনে শালীনতার তাৎপর্য ও গুরুত্ব কুরআন- হাদীসের আলোকে বিশ্লেষণ কর। ৪
আপনার কিছু বলার আছে ?

by ibrahim HD

Saturday, May 23, 2015

ঢামেকে বাবার চিকিৎসা করাতে এসে ধর্ষিত তরুণী : তোলপাড়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগির মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে কর্তব্যরত আনসার সদস্যের বিরুদ্ধে।
মাজারে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাসপাতালেরই কোন কক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে।
এ নিয়ে হাসপাতালজুড়ে ব্যাপক জল্পনা-কল্পনা ও সমালোচনা চলছে। অভিযোগ ওঠার পর বকুল সরকার নামে ওই আনসার সদস্য কৌশলে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন।
২৫ এপ্রিল পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকার মেয়েটি তার বাবাকে চিকিৎসা করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে বাবাকে হাসপাতালের ২১৯ নম্বর সার্জারি বিভাগে ভর্তি করান। এ সময় ঢামেকে কর্মরত আনসার সদস্য বকুল সরকারের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বকুল সরকার। এক পর্যায়ে মেয়েটিকে ঢাকার একটি মাজারে নিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। পরে হাসপাতালের একটি কক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।
পরে মেয়েটি তাকে বিয়ের কথা বললে বকুল সরকার এতে অস্বীকৃতি জানায়। মেয়েটি বকুলের কাছ থেকে প্রত্যাখাত হয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হককে বিষয়টি জানান। পরে ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক ঢামেকে দায়িত্বরত আনসারের পিসি ইদন আলী এবং আনসার সদস্য আব্দুল হককে বিষয়টি জানান।
এব্যাপারে ইদন আলী সাংবাদিদের বলেন, আমরা ঘটনাটি কথা শুনেছি এবং মেয়ের সঙ্গে কথা বলেছি। অভিযোগটি আনসার বিভাগের প্রধান কর্মকর্তাকে জানানো হবে।
এদিকে ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়লে কৌশলৈ ছুটি নিয়ে গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীর কালাইহাটে চলে যান।


by ibrahim HD

রাজধানীতে রাস্তা থেকে ফিল্মি কায়দায় তরণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

রাজধানীতে রাস্তা থেকে এক তরুণীকে জোর করে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায়। ধর্ষিতা তরুণী এ ঘটনায় ভাটার থানায় মামলা দায়ের করেছেন।
ধর্ষিতা তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শো-রুমে সেলস ম্যানের কাজ করেন বলে জানা গেছে। কাজ শেষে বাসায় ফেরার জন্য রাত ৯টার দিকে কুড়িল বিশ্বরোডে রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তার সামনে থামে। পরে কয়েক যুবক তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে মাইক্রোবাসেই গণধর্ষণ করে উত্তরা পূর্ব থানাধীন জসিম উদ্দিন রোডের মাথায় ফেলে রেখে চলে যায়।
ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধর্ষিতা ওই তরুণী বর্তমানে থানায় আছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৬।
by ibrahim HD
সনদের স্বীকৃতি দরকার!
যেভাবেই হোক সনদের স্বীকৃতি চাই। কওমীদের সব
মন্ত্রণালয়ে ঢুকতে হবে। দেশ হবে কওমীদের। শাসন
চলবে আল্লাহর। শান্তিতে থাকবে জনগণ। কায়েম
হবে ন্যায়বিচার।
অন্যথা আগামীতে মসজিদের ইমামতি ও থাকবে না
সনদ ছাড়া হবে না। তাহলে কারা হবে ইমাম বুঝতে
পারছেন? রোহিঙ্গাদের মত হবে অবস্থান। স্পেনের
মত চলবে আর্তনাদ। প্রস্তুতির সময় বেশি না।
বিপদ ও দুরে না। কমাশিসা আপনাকে জাগাচ্ছে আর
আপনি ঘুমাচ্ছেন! তাজুলের আর্তনাদে নিদ ভাঙ্গছে
না যেভাবে বৃটিশের ব্যাপারে উলামাদের আহ্বানে
জাগছিলে না। সে দিন যা আজ ও হবে তা। তাই সময়
থাকতে সাবধান।
- ‪#‎আব্দুস_সালাম__‬


যখন কওমি মাদ্রাসায় পরতাম, তখন দেখতাম জারা আলিয়ায় পরে তাদেরকে কওমিরা আরচোখে দেখে। কোন ব্যাপার কেউ দুদিন আগে বোঝে কেউ পরে। কওমিরা দুনিয়া শাসন করতে ছায় কিন্তু তারা দুনিয়ার কারো সিস্টেম মানতে নারাজ।

by ibrahim HD

নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যার পথ বেছে নিয়েছে সৌদি অারবে গূহর্কমে অাসা এই মহিলা !!

নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে
অাত্মহত্যার পথ বেছে নিয়েছে সৌদি অারবে গূহর্কমে অাসা এই মহিলা !!

সরকার অল্প খরচে বাংলাদেশ থেকে মহিলা গৃহকর্মী সৌদিআরব পাঠাচ্ছে।  যেখানে নিজ দেশেই তারা নিরাপত্তাহিনতায় ভোগে সেখানে অন্য এক পরিবেশে অন্য এক জায়গায় পরিবার পরিজন ছাড়া কিভাবে তারা থাকবে।


অামাদের বোন , যারা গূহকমী হিসেবে সৌদি অাসতে চান তারা তারা পারবেন তো সহ্য করতে.

অারো একটু ভালো করে ভাবুন টাকা না কি অাত্মমর্যাদা মান সম্মান ৷ প্লিজ অাপনারা অামার পোষ্টা শেয়ার করে সবাই কে দেখার সুযক দিন

by ibrahim HD

Friday, May 22, 2015



 ভারত ও সাউথ আফ্রিকার সাথে মোট ৬টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। . এই ৬টি ম্যাচের মধ্যে মাত্র যেকোন ২টি ম্যাচ যদি বাংলাদেশ জিতে তাহলে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলার সুযোগ পাবে।আর এই টুর্নামেন্টে রেংঙ্কিংয়ের ১ থেকে ৮ নং দল খেলার সুযোগ পায়।বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের ৮৮ পয়েন্ট,বাংলাদেশের ৮৮ পয়েন্ট এবং পাকিস্তানের ৮৭ পয়েন্ট রয়েছে।বাংলাদেশকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত রেংঙ্কিয়ে ৮ এর মধ্যে থাকতে হবে।এক্ষেত্রে মাত্র ২টি ম্যাচ জিতলেই যথেষ্ট . আপনারা কি বলেন বাংলাদেশ কি পারবে মাত্র ২টি ম্যাচ জিততে? আমারতো মনে হয় আরো বেশি ম্যাচ জিতবে।
by ibrahim HD

Neteller ডলার বিকাশ কিংবা ব্যাংক থেকে

Get Neteller dollar loaded in Bangladesh. We are freelancers and receive payment from clients. If you need Neteller payment we can help you.
আপনার Neteller এ লোড করতে পারবেন যদি আমাদের কাছে ডলার থাকে, আমরা কাজের পেমেন্ট পেলে কিছু ডলার জমা পরে যা দিয়ে আপনাদের সহায়তা করে থাকি।

দরদামঃ ১০০ ডলারের নিচে ১৫% আর বিকাশে পে করতে চাইলে বিকাশ খরচ আপনাকে দিতে হবে
দরদামঃ ১০০ থেকে ৫০০ ডলার ১৪% খরচ
দরদামঃ ৫০০+ এ ১৩% খরচ
কলঃ 01737570077
পাঠানো ডলার থেকে কোন ডলার কেটে রাখা হয় না।
বিকাশে পে করতে চাইলে বিকাশ খরচ আপনাকে দিতে হবে।
কোন লুকানো ফি নেই।
বিকাশ করার ২/৩ ঘন্টার ভিতরে ডলার পেয়ে যাবেন।

এটি AmaderAd এর একটি সহায়ক উদ্যোগ, তাই আপনার টাকা মেরে দেওয়ার সম্ভাবনা নেই।


by ibrahim HD

Skrill থেকে বিকাশ

Skrill থেকে বিকাশ

অনেক অভিযোগ আসে যে স্ক্রিলে ৫৭/৫৮ টাকা রেট পাওয়া যায়। কেউ কেউ বলেন টাকা মেরে দেওয়ার কথা। ইউরো জনিত কারনে অনেকে ভোগান্তিতে পরেন। অনেকের টাকা আসে না। নানান কাহিনীতো আছেই।

 কল করুন – 01737570077 এ

আমাদের মাধ্যমে স্ক্রিল ভাঙ্গাতে পারবেন –
১-২ ঘন্টার মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১৫% (মানে ৬৫ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)
১২ ঘন্টার মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১৪% (মানে ৬৬ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)
২ দিনের মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১৩% (মানে ৬৭ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)
৭ দিনের মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১২% (মানে ৬৮ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)
১৫ দিনের মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১১% (মানে ৬৯ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)
৩০ দিনের মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১০% (মানে ৭০ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)

কল করুন – 01737570077 


by ibrahim HD

বিনামূল্যে আসল মাষ্টার কার্ড বাংলাদেশ থেকে নিয়ে নিন


বিনামূল্যে আসল মাষ্টার কার্ড বাংলাদেশ থেকে নিয়ে নিন

নতুন কার্ডে ডলার লোড করার উপায়গুলি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


সুবিধাগুলো

০১. ১০০% আসল মাষ্টার কার্ড আপনার কাছে পাঠানো হবে।
০২. প্রায় সকল ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন (যেমন hostgator, namecheap, godaddy, amazon etc).
০৩. পেপাল, ফেসবুক, ইবে, অ্যাডওয়ার্ড ইত্যাদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন।
০৪. পেপালে টাকা গ্রহণ করতে পারবেন।
০৫. আমেরিকাতে একটা ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারেন, বিনামূল্যে।
০৬. প্রায় সব প্রতিষ্ঠান থেকে EFT গ্রহণ করতে পারবেন।
০৭. বিশ্বের সকল দেশের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন (বাংলাদেশ থেকেও).
০৮. কার্ডে আপনার নাম লিখা থাকবে, মানে নিজের নামে কার্ড পাবেন।
০৯. প্রথম বার যদি কার্ডে ১০০ ডলার কিংবা তার বেশি লোড করেন, ২৫ ডলার বোনাস পাবেন। একবারে ১০০ ডলার কিংবা কয়েকবার মিলিয়ে ১০০ অথবা তার বেশি ডলার লোড করলে পাবেন ২৫ ডলার বোনাস।
১০. Freelancer, UpWork(oDesk), Fiverr, Elance, PeoplePerHour থেকে পেমেন্ট নিতে পারবেন। তাছাড়া কয়েকশত Affiliation সাইট যেমন MaxBounty, ClickSure, ClickBetter থেকে পেমেন্ট নিতে পারেন। অনেক PPC, PPD, PPP সাইট থেকেও পেমেন্ট নিতে পারবেন Payoneer কার্ডে।

মাষ্টার কার্ড কিভাবে পাবো?


আপনাকে নিচের ৪টি ধাপ অনুসরণ করতে হবেঃ
০১. কার্ডের জন্য আবেদন করুন।
০২. আপনার পরিচয়ের প্রমান দিন।
০৩. কার্ড Active করুন।
০৪. ডলার যোগ করুন।
একটি বিশেষ কথাঃ আমাদের এই সাইটের মাধ্যমে আবেদন করলে আমারা আমাদের সর্বাত্মক সহায়তা দিয়ে থাকব, যা কার্ড Approval এ সহায়ক।

ধাপ-১ : কার্ডের জন্য আবেদন করুন


প্রথমে এই ওয়েবসাইটে যাবেন >> Click Here. তারপর Sign Up ক্লিক করুন।

Personal Details – এ সঠিক তথ্য দিন। জাতীয় পরিচয় পত্রে যেভাবে আছে সেভাবে দিবেন ।
আপনার নাম যদি Md. Ahmed Sharif হয় তাহলে লিখুন Md Ahmed Sharif (ডট বাদ দিয়ে)
ধরুন আপনার নাম Md. Ahmed Sharif তাহলে First Name = Md Ahmed :: Last Name = Sharif
আপনার পোস্টাল কোড ভুলে গেছেন? কাউকে ফোন দিন অথবা পোস্ট অফিসে যান অথবা এখানে দেখুন >> Click Here
সতর্কতাঃ অনেকের নিজের জাতীয় পরিচয় পত্র নেই, তারা বাবা/মা/ভাই/বোন কারো নামে কার্ড করে থাকেন। অনেকে একই পরিচয়পত্র দিয়ে বহুদিন আগে কার্ড Approve করেছেন কিন্তু হাতে পাননি, তারা বাবা/মা/ভাই/বোন কারো নামে আবার কার্ড করে থাকেন যা Payoneer অনুমোদিত নয়।
 Step ii তে ক্লিক করুন এবং তথ্য পূরণ করুন
 Step iii তে ক্লিক করুন এবং তথ্য দিন। Finish ক্লিক করুন। সব কিছু ঠিক থাকলে প্রথম ধাপ শেষ হলো।
 যেকোনো সময় www.Payoneer.com -এ লগিন করে আপনার application status দেখতে পাবেন।
 application status দেখতে নিচের ছবিটি দেখুন।

ধাপ-২ : আপনার পরিচয়ের প্রমান দিন

কয়েক ঘণ্টার মধ্যে আপনি পরিচয় নিশ্চিতের জন্য ইমেইল পাবেন (২৪ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে)। স্পাম ফোল্ডার দেখতেও ভুলবেন না।
আপনার জাতীয় পরিচয় পত্রের ২টি ছবি তুলুন, সামনের দিকের একটা, পিছনের দিকের একটা।
আপনার ইমেইল চেক করুন এবং Upload Link ক্লিক করে ছবি গোলো upload করুন।
 আপলোডের আগে ছবির সহজ নাম দিন যেমন ahmed1.jpg ahmed2.jpg (ছবির নামে কোনো স্পেস দিবেন না)
প্রথমে সামনের দিকের ছবিটা আপলোড করুন। দুটি ছবি একবারে আপলোড করবেন না।

আপনার ইমেইল আবার দেখুন, Upload Link টি আবার ক্লিক করুন, এবার ID কার্ডের পিছনের দিকের ছবিটা আপলোড করুন।

ধাপ-৩ : কার্ড Active করুন

৭ থেকে ১৪ দিনের মধ্যে আপনার কার্ডটি চিঠি দিয়ে পাঠানো হবে। Check regularly card status by login at payoneer.com -এ লগিন করে দেখুন কার্ড পাঠানো হয়েছে কিনা।
পাঠানোর পর ২ থেকে ৬ সপ্তাহ লাগে কার্ড হাতে পেতে। নিয়মিত পোস্ট অফিসে যোগাযোগ রাখবেন। মাষ্টার কার্ডের ব্যাপারে বলবেন না, শুধু বলবেন আপনার একটা চিঠি আসবে, বিদেশ থেকে।
কার্ড হাতে পেলে এটি ওয়েবসাইট থেকে activate করতে হবে এবং পিন কোড দিতে হবে।

পিন কোড দিন যা এটিএম বুথ থেকে টাকা তোলার সময় কাজে লাগবে।

 

ধাপ-৪ : ডলার যোগ করুন


আপনি অনেকভাবে কার্ডে ডলার তুলতে পারবেন
পেপাল থেকে (USA virtual address and payoneer virtual bank, it is free)
Freelancing ওয়েবসাইট থেকে যেমন oDesk, Freelancer, Elance, Guru ইত্যাদি
From Payoneer Partners – textlink, infolinks, clicksor, awsurvey, dreamtimes…
USA and European company থেকে.
অন্য মাষ্টার কার্ড দিয়ে
মনে রাখবেন, ডলার বিহীন Mastercard একটি প্লাস্টিকের টুকরা মাত্র, অনেকটা কানেকশনবিহীন সিমকার্ড এর মত। তাই আপনার পরের ধাপ হবে কিভাবে ডলার লোড করা।
নতুন কার্ডে ডলার লোড করার উপায়গুলি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আপনি যদি প্রথম বার ১০০ ডলার তুলেন, ২৫ ডলার বোনাস পাবেন । ১০০ ডলার একবারে কিংবা কয়েকবারে লোড করতে পারবেন। তার বেশি লোড করলেও সমস্যা নেই। এই টাকা আপনি এটিএম বুথ থেকে তুলে নিতেও পারবেন।
এই সুযোগ হাত ছাড়া করবেন না।
paypal mastercard skrill বিষয়ে প্রশ্ন থাকলে PayOutBD.com এ প্রশ্ন করুন।
তাহলে শুরু করে দিন – এখানে ক্লিক করুন

by ibrahim HD

ম্যাগি নুডুলসে ভয়াবহ মাত্রায় ম্যাগনেসিয়াম গ্লুমেট পাওয়ায় ভারতে নিষিদ্ধ


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এইচডব্লিউও) পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনও খাবারে প্রতি মিলি লিটারে ০.০১ শতাংশ সীসা থাকতে পারে। কিন্তু ম্যাগিতে প্রাপ্ত সীসার পরিমাণ হচ্ছে, প্রতি মিলিলিটারে ১৭ ভাগ।
মনোসোডিয়াম গ্লুমেট মূলত কোনও খাবারে মেশানো হয় স্বাদ বাড়ানোর জন্যে। স্বল্প পরিমাণে মনোসোডিয়াম গ্লুমেট খাবার এবং মানুষের শরীরের পক্ষে নিরাপদ হলেও এর অতিরিক্ত পরিমাণ ব্যবহার ও দীর্ঘদিন ধরে ব্যবহার শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে ভারতে স্থানীয় খাদ্য পরিদর্শকরা নেসলেকে দেশের সকল দোকান থেকে তাদের এই পণ্যটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে ম্যাগি নুডুলস নিষিদ্ধ করার কথা নিশ্চিত করা হয়েছে।
রয়টার্সকে উত্তর প্রদেশের খাদ্য নিরাপত্তা ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ) জানান, নেসলে ইন্ডিয়া উৎপাদিত এই পণ্যটির দুই ডজন প্যাকেট এ নিয়মিত পরীক্ষা করে অতি উচ্চ মাত্রায় সীসা পাওয়া গেছে।
দু’জন এফডিএ কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্র পরিচালিত গবেষণাগারে পরীক্ষা চালিয়ে সব নুডলসের প্যাকেটে বিষাক্ততার প্রমাণ পাওয়া গেছে।
তারা এতে সীসার মিশ্রণ পেয়েছে প্রতি এক মিলিয়ন অংশের (পিপিএম) ১৭ দশমিক ২ ভাগে। যা প্রায় সাত বার অনুমোদনযোগ্য সীমায় গিয়ে পৌঁছে।
ম্যাগি নুডুলসে ভয়াবহ মাত্রায় ম্যাগনেসিয়াম গ্লুমেট পাওয়ায় ভারতে নেসলে ফুড প্রোডাক্টসের ম্যাগি নুডুলস নিষিদ্ধ করা হয়েছে। বহুজাতিক এ কোম্পানিটির একই ব্রান্ডের এ পণ্যটি আমাদের দেশেও বিশেষ করে শিশুদের কাছে বেশ জনপ্রিয়।
by ibrahim HD

Thursday, May 21, 2015

নেপালের ভূমিকম্প প্রাকৃতিক নয়, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রযুক্তিতে ঘটানো

নেপালের স্মরণকালের ইতিহাসে ঘটে যাওয়া বিধবস্ত ভূমিকম্পে যেখানে ৯ হাজারের মতো মানুষ নিহত হয়েছে সেই ভূমিকম্প নিয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক। তিনি তার এক গবেষ্ণায় জোর দাবি দিয়ে বলেছেন, নেপালের ভয়াবহ ভূমিকম্প প্রাকৃতিক ছিল না, বরং বিশেষ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র এই ভূমিকম্প ঘটিয়েছে। এই ভূমিকম্পের জন্য যুক্তরাষ্ট্রের আবিষ্কৃত হার্প প্রযুক্তিকে দায়ী করছেন তিনি। সাম্প্রতিক কালে নেপালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে পর্যটন সমৃদ্ধ দেশটির ব্যাপক ক্ষতি হয়। এ ভূমিকম্পে এখন পর্যন্ত নেপালসহ ভারত, চীন ও বাংলাদেশে সর্বমোট ৮৫০০ জনেরও অধিক মানুষ নিহত হয়েছে বলে জানা যায়। এছাড়া নেপালের রাজধানী কাঠমাণ্ডু শহরে অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী স্থানসমূহ ভূমিকম্পের ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৩৪-এর নেপাল–বিহার ভূমিকম্পের পর এটি ছিল নেপালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কানাডীয় বংশোদ্ভূত ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফেলো বেঞ্জামিন ফালফোর্ড তাঁর নিজস্ব ব্লগে জোরালোভাবে দাবি করেছেন, নেপালে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প যুক্তরাষ্ট্রের তৈরি। তিনি অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্র এই ঘটনার মাধ্যমে ভারত এবং চীনকে বার্তা প্রেরণ করেছে। চীনকে এবং ভারতকে বোঝাতে চেয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা সম্পর্কে। চীনের হাত থেকে একমাত্র যুক্তরাষ্ট্রই ভারতকে বাঁচাতে পারে-এটা বোঝানোও অন্যতম উদ্দেশ্য ছিল। আর ঠিক এজন্যই এ ঘটনাটি ঘটানো হয়েছে। আর তাদের এই ম্যাসেজ দেয়ার জন্য বলির পাঁঠা হতে হয়েছে নেপালের হাজার হাজার সাধারণ মানুষকে।’ তিনি তার ব্লগে আরো বলেন, নেপালে সৃষ্ট ভূমিকম্প মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তরঙ্গ (হার্প প্রযুক্তি)-এর মাধ্যমে ঘটানো হয়েছে। হার্পের পুরো নাম হলো হাই ফ্রিকোয়েন্সি অ্যাকটিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও নৌবাহিনীর আর্থিক সহায়তায় আলাস্কা বিশ্ববিদ্যালয় এবং প্রতিরক্ষা উন্নয়ন গবেষণা কর্মসূচী সংস্থা (ডিআরপিএ) হার্প গবেষণা চালাচ্ছে ১৯৯৩ সাল থেকে। এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে রেডিও তরঙ্গের মাধ্যমে সৌরবিদ্যুতের ওপর প্রভাব তৈরি করা। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরাসরি সমুদ্রের নিচে অথবা মাটির অভ্যন্তরে শক্তিশালী বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টির মাধ্যমে সুনামি অথবা ভূমিকম্প তৈরি করা যায়। গবেষকদের দাবি, এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে কৃত্রিমভাবে এই ভূমিকম্প সৃষ্টি করা হয়েছিল। যদিও এ ধরনের অভিযোগের পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে। শুরুতে হার্প নিয়ে অভিযোগকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দেখানো হলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হার্প দিয়ে মানববিধ্বংসী অস্ত্রের পরীক্ষার অভিযোগ দিনে দিনে বেড়েই চলেছে। জানা যায়, এই প্রকল্প শুরু হয় স্নায়ুযুদ্ধের শুরু থেকে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র আলাদাভাবে এ নিয়ে বিভিন্ন প্রকল্প চালিয়ে যাচ্ছে। হার্পের আওতায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়েই কৃত্রিমভাবে প্রাকৃতিক দুর্বিপাক সৃষ্টির অস্ত্র তৈরি করেছে বলেও অভিযোগ রয়েছে। হার্প নিয়ে রাশিয়ার চেয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই অভিযোগ বেশি আসছে বিভিন্ন মহল থেকে। এর আগে হাইতিতে ভূমিকম্পের পর পরই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ অভিযোগ করেন, আমেরিকার হাইতিতে টেকটোনিক ওয়েপন বা ভূ-কম্পন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ওই পরীক্ষার ফলে হাইতির পরিবেশ মারাত্মক বিপর্যয়ের কবলে পড়ে সৃষ্টি হয় রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প। তিনি আরো বলেন, এই অস্ত্র দূরবর্তী কোনো স্থানের পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। পরিবেশকে ধ্বংস করে দিতে পারে। শক্তিশালী বিদ্যুৎচৌম্বকীয় তরঙ্গ সৃষ্টির মাধ্যমে ভূমিকম্প সৃষ্টি করতে পারে বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটাতে পারে। শ্যাভেজ আমেরিকাকে এই ধ্বংসাত্মক ভূমিকম্প অস্ত্র প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান। হাইতির ঘটনায় প্রায় এক লাখ ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ভয়াবহ এই ভূমিকম্পে ৩০ লাখেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আরো বেশ কয়েকটি সূত্র থেকে দাবি করা হয়, এ ধরনের অপর এক অস্ত্র পরীক্ষায় চীনের সিচুয়ান প্রদেশে ২০০৮ সালের ১২ মে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়। এছাড়া রাশিয়া ২০০২ সালের মার্চে আফগানিস্তানে অনুরূপ এক পরীক্ষা চালিয়ে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে।


by ibrahim HD

সাগরে অসহায়ভাবে নৌকায় ভাসমান অভিবাসীদের আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

ব্যাংকক: দক্ষিণ-পূর্ব এশিয়ার সাগরে অসহায়ভাবে নৌকায় ভাসতে থাকা হাজারো অভিবাসন-প্রত্যাশীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
এতে সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গাদের আশ্রয় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটাকে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘অভিবাসী সংকট’ নিয়ে বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান জানান, দুটো দেশ সাগরে ভাসমান আনুমানিক ৭,০০০ অভিবাসীকে সাময়িক আশ্রয় দেবে।
তবে তিনি দাবি করেন যে আগামী এক বছরের মধ্যে তাদের পুনর্বাসন ও প্রত্যাবর্তন প্রক্রিয়া শেষ করতে হবে আন্তর্জাতিক সম্পদায়কে।
কুয়ালালামপুরে বৈঠকে অংশ নেওয়া দেশ তিনটি হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।
সাগরে নৌকায় ভাসতে থাকা হাজারো অভিবাসন-প্রত্যাশীদের তীরে ভিড়তে না দেওয়ায় এই দেশ তিনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়ে।
এদিকে আঞ্চলিক অভিবাসী সংকট সমাধানে প্রথমবারের মতো সহায়তার প্রস্তাব দিয়েছে মিয়ানমার। এত দিন দেশটি এই সংকটের দায় অস্বীকার করে আসছিল।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানায়, আঞ্চলিক অভিবাসী সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত ইয়াঙ্গুন। সমুদ্রে বাড়াই দুর্ভোগ পোহাচ্ছে, তাদের মানবিক সহায়তা দিতে মিয়ানমার প্রস্তুত।
আঞ্চলিক অভিবাসী সংকটের দায় প্রশ্নে মিয়ানমার যে কিছুটা নমনীয় হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিটি সেটাই ইঙ্গিত করছে।
সম্প্রতি মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হয় থাইল্যান্ড সরকার। এরপর প্রায় তিন হাজার মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসন-প্রত্যাশীকে পাচারকারীরা জরাজীর্ণ ও ভিড়ে ঠাসা নৌকায় রেখে পালিয়ে যায়।
একপর্যায়ে ওই অভিবাসন-প্রত্যাশীদের তীরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড।
অনাহারী এসব অভিবাসী এক দেশের জলসীমা থেকে আরেক দেশের জলসীমায় ঘুরতে বাধ্য হয়। এর মধ্যেই বুধবার সকালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূল থেকে প্রায় ৫০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
by ibrahim HD

আসন্ন সিরিজে পূর্ণ শক্তির ভারতকেই চেয়েছিলাম আমরা:মাশরাফি বিন মুর্তজার

 ক্রীড়া প্রতিবেদক : রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি উক্তি আছে, ‘যাহা চাই তাহা ভুল করে চাই/ যাহা পাই তাহা চাই না।’ বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াড ঘোষণার আগে মাশরাফি বিন মুর্তজার মাথায় হয়তো এই উক্তিই বারবার ঘুরছিল। কেননা চারদিকে একটা গুঞ্জন বেশ চাউর হয়েছিল, বাংলাদেশ সফরে আসছেন না কোহলি-ধোনির মতো তারকারা। এতে মাশরাফির মনটা বেজায় খারাপ ছিল, এটা বলার অপেক্ষা রাখে না।
কয়েক দিন আগে বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের প্রত্যাশার কথা জানিয়েছিলেন টাইগার-দলপতি। বলেছিলেন, ‘আসন্ন সিরিজে পূর্ণ শক্তির ভারতকেই চাই আমরা।’
অবশেষে মাশরাফির কথাই সত্যি হলো। গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। সেই স্কোয়াডে আছেন ধোনি-কোহলিসহ ভারতের প্রত্যাশিত সব ক্রিকেটারই। এতে মাশরাফির মন আপাতত ভালো হয়ে যাওয়ারই কথা।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি বিন মুর্তজা। সেখানেই ভারতের স্কোয়াড নিয়ে নিজের সন্তুষ্টির কথা বলেন টাইগার দলনেতা, ‘আমি প্রত্যাশা করেছিলাম, ভারত পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসবে। বিশ্বকাপে যারা খেলেছে, তারাই বাংলাদেশে আসছে। চোটের কারণে দলে জায়গা হয়নি শুধু মোহাম্মদ শামির। আমি মনে করি, ভারতের দ্বিতীয় সারির দলও অনেকটা শক্তিশালী। তবে কোনো সিরিজে চ্যালেঞ্জটা বেড়ে যায় তখনই, আপনি যখন পূর্ণ শক্তির দলের বিপক্ষে লড়বেন।’
ভারতকে সমীহ করে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘আপনি খেয়াল করবেন, টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ কিন্তু বিশ্বমানের। তাদের বিপক্ষে ভালো করতে আমাদের বোলারদের বড়সড় একটি চ্যালেঞ্জ নিতে হবে। এই সিরিজটা আমাদের জন্য মোটেই সহজ হবে না। তবে আমরাও সেই চ্যালেঞ্জ নিতে পারব বলে আত্মবিশ্বাসী।’
দেখা যাক, পাকিস্তানের মতো ভারতকেও নাকানিচুবানি দিতে পারেন কি না মাশরাফি-মুশফিকরা। সেটা করতে বাস্তবে প্রমাণ দিতে হলে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে হবে টাইগারদের। আসন্ন সিরিজে বাংলাদেশ ভালো খেলবে, এমন আশায়ই বুক বেঁধে আছেন ভক্তরা।
by ibrahim HD

★ প্রসংগঃ ইসলামের দৃষ্টিতে প্রতিবেশির হক ও রোহিঙ্গাদের দুর্ভাগ্য । ★ এবং জাতি হিসেবে আমরা কি সংকীর্ণ ?????

★ প্রসংগঃ ইসলামের দৃষ্টিতে
প্রতিবেশির হক ও রোহিঙ্গাদের
দুর্ভাগ্য ।
★ এবং জাতি হিসেবে আমরা কি
সংকীর্ণ ?????
====================================
* হাদিসঃ রাসুল সাঃ বলেন, আল্লাহর
কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন
নয়, আল্লাহর কসম সে মুমিন নয়।
এই ভাবে তিনবার কসম কাটছিলেন এমন
সময় সাহাবারা প্রশ্ন করলেন, কোন
ব্যক্তি মুমিন নয়??
উওরে আল্লাহর রাসুল বলেন, যে ব্যক্তি
পেটপুরে খেয়ে রাত যাপন করে, অথচ
তার প্রতিবেশি উপোশ থাকে।
* সম্মানিত পাঠক বুঝতেই পারছেন যে
আমরা যতই নামাজ রোজা করিনা কেন,
আমাদের প্রতিবেশি যদি না খেয়ে
থাকে আমরা মুমিন নয় বা মুসলমানিত্ব
প্রশ্নবিদ্ধ? হযে যায় । এমন কি বলা
হয়েছে প্রোয়জনে তরকারীর ঝোল
বাড়িয়ে দাও তোমার প্রতিবেশির
জন্য, সুবাহানাল্লাহ।সুতারং এটা
প্রতিবেশিদের প্রতি দয়া নয়, এটা
তাদের আল্লাহ প্রদত্ত হক বা অধীকার।
বিগত কয়েক বছর
ধরে দেখে আসছি রোহিঙ্গাদের
নিদারূন কষ্টের জীবন, অনাহারে
ভয়ংকর গভীর সাগরে ভাসছে
আবার ঝড়ে মাঝে মধ্যে ট্র্রলার ডুবে
মারা ও যাচ্ছে।
কিছুদিন আগে শুনেছি অদৃশ্য
হেলিকপ্টার থেকে
নাকি গুলি বর্ষন করে কিছু
রোহিঙ্গাদের মেরেও ফেলা
হয়েছে। বাংলাদেশ মালশিয়া
ইন্দোনেশিয়া কোন দেশেই তাদের
ঢুকতে দিচ্ছেনা, ঐদিকে তাদের দেশ
মিয়ানমারে গেলে প্রকাশ্যে মেরে
ফেলা হচ্ছে, হে
আল্লাহ তাদের এখন উপায় কি? তুমি
আল্লাহ ভাল
জান। এমন একটি দুনিয়াই আমরা এসে
পোঁছেছি
যেখানে আমরা সবাই নিজেদের ভোগ
বিলাসিতা
নিয়ে ব্যস্ত, কে কার খবর রাখে হায়রে
মুসলমান
হায়রে মানুষ।ইসলামের ইতিহাসে
আমরা দেখেছি
মাক্কার কাফেরদের অত্যচারে অতিষ্ঠ
হয়ে যখন
মুসলমানেরা মদিনায় আশ্রয় নিয়েছিল
তখন
মদিনাবাসী তাদের কিভাবে আশ্রয়
দিয়েছিল? ভাই
হিসেবে গ্রহন করে, যার দুইবিঘা জমি
ছিল সে অপর ভায়ের জন্য একবিঘা
ছেড়ে দিয়েছিল।এবংযার দুটো
স্ত্রী ছিল একটা তালাক দিয়ে অন্য
ভায়ের কাছে
বিবাহ দিয়েছিল, কি অনুপম দৃশ্যই না
তারা প্রদান।
করেছিল, আর আমরা কি করছি??।
★প্রতিবেশি হিসেবে
বাংলাদেশের দায়িত্ব কি ????
প্রতিবেশির আওতা সবার জন্য সমান নয়,
যেমন একটা বাড়ির প্রতিবেশি
পাশের ৪০ ঘর, একটা পাড়া
বা মহল্লার প্রতিবেশি আর একটি
পাড়া বা মহল্লা,
একটি গ্রামের আর একটি গ্রাম, একটি
ইউনিয়নের
পাশের আর একটি ইউনিয়ন, একটি
থানার প্রতিবেশি পাশের থানা,
জেলার আর একটি জেলা।
একটি দেশের প্রতিবেশি পাশের
দেশগুলি, এইভাবে
প্রতিবেশি আওতা বাড়তে থাকে।
এখন মিয়ানমার বাংলাদেশের সব
থেকে কাছের
জনগন ও দেশের প্রতিনিধি নয় কি ???
অবশ্যই
তাইনা??। সুতারং বালাদেশ তথা
সরকারে বড়
দায়িত্ব তাদের পাশে সর্বশক্তি দিয়ে
দাড়ানো ।
কে এগিয়ে আসলো কে আসলো না
সেটা দেখার কোন প্রোয়জন নাই।
আমরা বালাদেশের জনগনের
পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি,
বাংলাদেশ সরকার
ও প্রধানমন্ত্রীর নিকট, দয়া করে
রোহিঙ্গাদের পাশে
দাড়িয়ে প্রমান করন আমরা সংকীর্ণ
জাতি নয়তো
বটেই বরং উদার। কঠিন গুনাগ থেকে
আপনি ১৭ কোটি জনগন কে বাঁচান -
বাঁচান বাচাঁন। ধন্যবাদ
সবাই কে। পারলে লেখাটি শেয়ার
করুন।।o
by ibrahim HD

জাভির ধমকেই স্বপ্নের ফর্মে মেসি.

গত জানুয়ারি মাসের কথা। ন্যু ক্যাম্পে তখন চলছে বাজে ধরনের অস্থিরতা। রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সেলোনা হেরেছে ১-০ গোলে। কোচ লুইস এনরিকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে লিওনেল মেসি। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছে জুবিজারেতা। সব মিলিয়ে একটা গুমোট পরিবেশ বার্সেলোনার অন্দরে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ—এসব স্বপ্ন বাদ দিয়ে পুরো ক্লাবের ব্যবস্থাপনা তখন ব্যস্ত নানামুখী সমস্যার সমাধানে। ঠিক সেই সময়ই ক্লাবের ত্রাণকর্তা হয়েই যেন আবির্ভূত হয়েছিলেন জাভি হার্নান্দেজ।
সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকেরা তখন প্রস্তুত হচ্ছেন মেসিকে ধুয়ে দিতে। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে জাভি বলেছিলেন, মেসিকে নিয়ে কথা-বার্তা বন্ধ করতে। তাঁকে তাঁর মতো খেলার স্বাধীনতা দিতে। তিনি দারুণ একটি মন্তব্য করে সম্মেলন কক্ষে এনে দিয়েছিলেন পিন-পতন নীরবতা, ‘আপনারা কী চান, এ বছরের ব্যালন ডি অ’রটাও রোনালদোর বাড়ি যাক? দয়া করে মেসির সমালোচনা বন্ধ করুন। যদি মেসিকে তাঁর মতো করেই দেখতে চান।’
এই কয়েকটা কথাতেই পাল্টে গেল পুরো দৃশ্যপট। বার্সেলোনার খেলাও যেন ভোজবাজির মতো বদলে গেল। অসাধারণ নৈপুণ্যে একের পর এক প্রতিপক্ষকে বধ করে দলটি এখন স্প্যানিশ লিগ বিজয়ী। পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কোপা ডেল রে’এর শিরোপাটাও চোখের সামনেই দেখছে তারা। স্বপ্নের ট্রেবল এখন আর অসম্ভব কোনো ব্যাপার নয় লুইস এনরিকের শিষ্যদের কাছে।
সোসিয়েদাদের বিপক্ষে পরাজয়ের ওই সময়টায় কোচ এনরিকে আর মেসির ব্যক্তিত্বের সংঘাত পৌঁছে গিয়েছিল চরমে। জাভি নাকি একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে এই দুই পক্ষের চার হাত মিলিয়ে দিয়েছিলেন। ব্যাপারটা সহজ ছিল না। কিন্তু জাভির ব্যক্তিত্বের কাছে হার মেনেছিলেন বিবদমান এনরিকে-মেসি দুজনই।
দুজনকে কী বলেছিলেন জাভি? এনরিকের কাছে গিয়ে বলেছিলেন, ‘মেসি সব সময়ই বিশেষ এক খেলোয়াড়। তাঁর প্রতি আপনার আচরণও হওয়া উচিত বিশেষ। আপনি তো দলের নেতা। আপনিই না হয় একটু নমনীয় হন। দল সাফল্য পেলে কিন্তু তা আপনার সাফল্যই। কিন্তু আপনি যদি তাঁর আচরণকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে না দেখেন, তাহলে কিছুই হবে না। মেসিকে জরিমানা করে কিংবা প্রথম একাদশ থেকে বাদ দিয়ে কিছুই হবে না।’
মেসির সঙ্গেও কথা বলেছিলেন জাভি। আর্জেন্টাইন তারকার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সেই শুরুর দিন গুলোর মতোই। যখন আর্জেন্টিনা থেকে লা মেসিয়ায় আসা মেসিকে বড় ভাইয়ের মতো আগলে রাখতেন জাভি। এনরিকের সঙ্গে মেসির ব্যক্তিত্বের দ্বন্দ্ব নিয়ে তাঁর সঙ্গে মুখোমুখি বসে একটি কথাই বলেছিলেন জাভি, ‘দেখো। আমি তোমার সঙ্গে কথা বলছি দলের একজন সিনিয়র হিসেবে। তুমি কোচের সঙ্গে যা করছ, সেটা কোনোভাবেই মেনে নেওয়ার নয়। হতে পারে তুমি ঠিক, কিন্তু সেটা প্রকাশের ভঙ্গি এমন হওয়া উচিত নয়। খেলোয়াড় হিসেবে কোচের সিদ্ধান্তটা তোমাকে মেনে নিতে হবে। মনে রেখো কোচ হিসেবে তিনি যেকোনো কিছু করারই ক্ষমতাপ্রাপ্ত। দলের স্বার্থে দয়া করে এসব ভুলে যাও। কোচের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চাও। উনি তোমাকে কাছে টেনে নেবেনই।’ সূত্র: নিউজটক ডটকম।
by ibrahim HD

by ibrahim HD

Wednesday, May 20, 2015

•বাংলা সিনেমার নায়কদের ইতিহাস•

•বাংলা সিনেমার নায়কদের
ইতিহাস•
১) জসিম একমাত্র নায়ক যে সবচেয়ে
বেশি লটারী জিতছে৷
২) ওমর সানী সবচেয়ে বেশি চাবুকের
বাড়ি খাইছে
৩) নায়ক ইলিয়াস কাঞ্চনকে সবচেয়ে
বেশি ভুল বুঝছে তার নায়িকা ও
পরিবার ৷তার
চোখ দিয়ে সবচেয়ে বেশি অশ্রু পড়েছে
৪) নায়ক মান্না নায়ক হয়েও সবচেয়ে
বেশি গুন্ডার অভিনয় করছে৷ সবচেয়ে বেশি পুলিশের অভিনয়টাও তার দখলে
৫) বাংলা সিনেমায় সবচেয়ে বেশি
বিয়ে করছে রিয়াজ
৬) গরীব থেকে ধনী হয়েছে সবচেয়ে
বেশি নায়ক আলমগীর ৷ রক্ত বেচার
রেকর্ডও তার দখলে
৭) বাংলা সিনেমায় সবচেয়ে বেশী
ইংলিশ বলার রেকর্ড আছে নায়ক
জলিলের৷কিন্তু তার সব ইংলিশ
ডায়ালগ ই ব্রিটিশ কাউন্সিল রিজেক্ট
করে দিয়েছে
৮) সবচেয়ে বেশি লিপস্টিক দিয়েছে
সাকিব খান, কিং খান নাম টাও
স্বযতনে চুরি করেছে
৯) সবচেয়ে বেশী heart attack করেছে
আনোয়ার হোসেন
১০) সবচেয়ে বেশী ছ্যাকা খাইছে বাপ্পারাজ
১১) সবচেয়ে বেশি মদ খেয়ে মাতাল
হয়েছে নায়করাজ রাজ্জাক
১২)সবচেয়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন
নায়ক 'সালমান শাহ্ ' সবচেয়ে স্টাইলিশ
ও ছিলেন তিনি.
এই জনপ্রিয় নায়ক অকালে ইহলোক থেকে বিদায় নেন। এখনও তার মৃত্যু নিয়ে রহস্য রয়ে গেছে। 
by ibrahim HD

বাংলাদেশ

বাংলাদেশ সফরে টেস্ট ও ওয়ানডের জন্য ১৫ সদস্যের পৃথক দল ঘোষণা করেছে বিসিসিআই। ওয়ানডেতে মহেন্দ্র সিং ধোনি এবং টেস্টে ভিরাট কোহলির নেতৃত্বে পূর্ণাঙ্গ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে ভারত।
দীর্ঘদিন বিরতির পর টেস্ট দলে ডাক পেয়েছেন দলের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং, টেস্ট দল থেকে বাদ পড়েছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইনজুরির কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ সামি, তার জায়াগায় ডাক পেয়েছেন ধাওয়াল কুলকার্নি।
টেস্ট স্কোয়াডঃ

বঙ্গোপসাগরে ভাসমান মানুষগুলোকে আমরা মানুষ মনে করি না।  তাদের বেচে থাকার কনো অধিকার নাই। যদি তাদের বেচে থাকার অধিকার থাকতো, তাহলে কেউ তাদের ফেলে দিতে পারতো না।