Monday, July 24, 2023

প্রাচীন ব্যবিলনের কুপ্রথা

 প্রাচীন ব্যবিলনের কুপ্রথা

গ্রীক ঐতিহাসিক হেরোডোটাসের বর্ননা অনুযায়ী প্রাচীন ব্যবিলনে একটি কুপ্রথা ছিল, প্রতিটি রমনীকে বিবাহের পূর্বে জীবনের কোন না কোন দিন এক বিদেশী পুরুষের শয্যাসঙ্গিনী হতে হত । ঘটনাটি ঘটত দেবী ভিনাসের ( আফ্রোদিতি) মন্দিরের বাইরে যেখানে রমনীটি অপেক্ষা করত যতক্ষন কোন পুরুষ এসে তার সঙ্গে না সৌদা করত। বিত্তবানরা খোলা জায়গায় অপেক্ষা না করে গাড়িতে অপেক্ষা করত । পরিষেবা শেষে পারিশ্রমিক প্রদানের সময় রমনীটিকে বলতে হত "দেবীর কৃপা আপনার ওপর বর্ষিত হোক '' ৷