Wednesday, May 20, 2015

বঙ্গোপসাগরে ভাসমান মানুষগুলোকে আমরা মানুষ মনে করি না।  তাদের বেচে থাকার কনো অধিকার নাই। যদি তাদের বেচে থাকার অধিকার থাকতো, তাহলে কেউ তাদের ফেলে দিতে পারতো না।


 তারা গরিব, তারা অসহায়। গরিবের কোন দাম নেই এই দুনিয়ায়। গরিবরা সবসময় অবহেলিত। সেই প্রাচীন কাল থেকেই গরিবরা নির্যাতিত, নিপীড়িত। এই দুনিয়ায় জোর যার মুল্লুক তার।

by ibrahim HD

0 comments:

Post a Comment