Tuesday, July 7, 2020

মধু সমাচার - Honey

About – Ash Shefa Modhu Ghar
সম্প্রতি ইনবক্সে
ভাই এর সাথে মধু ক্রয় বিক্রয় সংক্রান্ত আলাপের এক পর্যায়ে জানালেন তার আগে থেকেই মধু খাওয়ার অভ্যেস ছিলো, একসময়ে তার ডায়াবেটিস ধরা পড়ে, কিন্তু তিনি এখনো নিয়মিত মধু খেয়ে যাচ্ছেন। এবং তিনি নিয়মিত টেস্ট করে তার ডায়াবেটিস স্বাভাবিক পেয়ে আসছেন।
তিনি আমাকে বলেনঃ "অনেকে মধু পরীক্ষা অন্যভাবে। আমি পরীক্ষা করি ডায়বেটিস দিয়ে। যদি ভেজাল হয় ডায়বেটিস বাড়ে খাঁটি হলে উল্টো কমে"। তিনি আরোও বলেনঃ "তবে দুই চামচের বেশী খাওয়া উচিত না।"
খাটি মধু কিনতে হলে Ash Shefa Modhu Ghor এ যোগাযোগ করুন।

Monday, July 6, 2020

How to Earn to Adf.ly - Adf.ly থেকে ইনকাম।

আসসালামুআলাইকুম, যারা নতুন ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু Adf.lу কি জানেন না তাদের জন্য আমার এই টিউন।

Adf.lу এর কাজ কিঃ 
adf.ly এর মাধ্যমে বড় আকারের ওয়েব এড্রেস/ইউআরএল কে খুব ছোট আকারে পরিনত করা। বড় ইউআরএল শেয়ার করতে সমস্যা হয় আর এই  ইউআরএল শর্ট সার্ভিস ব্যবহার করে বড় ইউআরএল কে সংক্ষিপ্ত করে নেওয়া। সংক্ষিপ্ত শেয়ার করা লিংকে কেউ ক্লিক করলেই আপনার আয় হবে এবং এই ক্লিকের পরিমান যত বেশি হবে আয় তত বাড়বে।