Thursday, May 21, 2015

★ প্রসংগঃ ইসলামের দৃষ্টিতে প্রতিবেশির হক ও রোহিঙ্গাদের দুর্ভাগ্য । ★ এবং জাতি হিসেবে আমরা কি সংকীর্ণ ?????

★ প্রসংগঃ ইসলামের দৃষ্টিতে
প্রতিবেশির হক ও রোহিঙ্গাদের
দুর্ভাগ্য ।
★ এবং জাতি হিসেবে আমরা কি
সংকীর্ণ ?????
====================================
* হাদিসঃ রাসুল সাঃ বলেন, আল্লাহর
কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন
নয়, আল্লাহর কসম সে মুমিন নয়।
এই ভাবে তিনবার কসম কাটছিলেন এমন
সময় সাহাবারা প্রশ্ন করলেন, কোন
ব্যক্তি মুমিন নয়??
উওরে আল্লাহর রাসুল বলেন, যে ব্যক্তি
পেটপুরে খেয়ে রাত যাপন করে, অথচ
তার প্রতিবেশি উপোশ থাকে।
* সম্মানিত পাঠক বুঝতেই পারছেন যে
আমরা যতই নামাজ রোজা করিনা কেন,
আমাদের প্রতিবেশি যদি না খেয়ে
থাকে আমরা মুমিন নয় বা মুসলমানিত্ব
প্রশ্নবিদ্ধ? হযে যায় । এমন কি বলা
হয়েছে প্রোয়জনে তরকারীর ঝোল
বাড়িয়ে দাও তোমার প্রতিবেশির
জন্য, সুবাহানাল্লাহ।সুতারং এটা
প্রতিবেশিদের প্রতি দয়া নয়, এটা
তাদের আল্লাহ প্রদত্ত হক বা অধীকার।
বিগত কয়েক বছর
ধরে দেখে আসছি রোহিঙ্গাদের
নিদারূন কষ্টের জীবন, অনাহারে
ভয়ংকর গভীর সাগরে ভাসছে
আবার ঝড়ে মাঝে মধ্যে ট্র্রলার ডুবে
মারা ও যাচ্ছে।
কিছুদিন আগে শুনেছি অদৃশ্য
হেলিকপ্টার থেকে
নাকি গুলি বর্ষন করে কিছু
রোহিঙ্গাদের মেরেও ফেলা
হয়েছে। বাংলাদেশ মালশিয়া
ইন্দোনেশিয়া কোন দেশেই তাদের
ঢুকতে দিচ্ছেনা, ঐদিকে তাদের দেশ
মিয়ানমারে গেলে প্রকাশ্যে মেরে
ফেলা হচ্ছে, হে
আল্লাহ তাদের এখন উপায় কি? তুমি
আল্লাহ ভাল
জান। এমন একটি দুনিয়াই আমরা এসে
পোঁছেছি
যেখানে আমরা সবাই নিজেদের ভোগ
বিলাসিতা
নিয়ে ব্যস্ত, কে কার খবর রাখে হায়রে
মুসলমান
হায়রে মানুষ।ইসলামের ইতিহাসে
আমরা দেখেছি
মাক্কার কাফেরদের অত্যচারে অতিষ্ঠ
হয়ে যখন
মুসলমানেরা মদিনায় আশ্রয় নিয়েছিল
তখন
মদিনাবাসী তাদের কিভাবে আশ্রয়
দিয়েছিল? ভাই
হিসেবে গ্রহন করে, যার দুইবিঘা জমি
ছিল সে অপর ভায়ের জন্য একবিঘা
ছেড়ে দিয়েছিল।এবংযার দুটো
স্ত্রী ছিল একটা তালাক দিয়ে অন্য
ভায়ের কাছে
বিবাহ দিয়েছিল, কি অনুপম দৃশ্যই না
তারা প্রদান।
করেছিল, আর আমরা কি করছি??।
★প্রতিবেশি হিসেবে
বাংলাদেশের দায়িত্ব কি ????
প্রতিবেশির আওতা সবার জন্য সমান নয়,
যেমন একটা বাড়ির প্রতিবেশি
পাশের ৪০ ঘর, একটা পাড়া
বা মহল্লার প্রতিবেশি আর একটি
পাড়া বা মহল্লা,
একটি গ্রামের আর একটি গ্রাম, একটি
ইউনিয়নের
পাশের আর একটি ইউনিয়ন, একটি
থানার প্রতিবেশি পাশের থানা,
জেলার আর একটি জেলা।
একটি দেশের প্রতিবেশি পাশের
দেশগুলি, এইভাবে
প্রতিবেশি আওতা বাড়তে থাকে।
এখন মিয়ানমার বাংলাদেশের সব
থেকে কাছের
জনগন ও দেশের প্রতিনিধি নয় কি ???
অবশ্যই
তাইনা??। সুতারং বালাদেশ তথা
সরকারে বড়
দায়িত্ব তাদের পাশে সর্বশক্তি দিয়ে
দাড়ানো ।
কে এগিয়ে আসলো কে আসলো না
সেটা দেখার কোন প্রোয়জন নাই।
আমরা বালাদেশের জনগনের
পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি,
বাংলাদেশ সরকার
ও প্রধানমন্ত্রীর নিকট, দয়া করে
রোহিঙ্গাদের পাশে
দাড়িয়ে প্রমান করন আমরা সংকীর্ণ
জাতি নয়তো
বটেই বরং উদার। কঠিন গুনাগ থেকে
আপনি ১৭ কোটি জনগন কে বাঁচান -
বাঁচান বাচাঁন। ধন্যবাদ
সবাই কে। পারলে লেখাটি শেয়ার
করুন।।o
by ibrahim HD

0 comments:

Post a Comment