Monday, April 27, 2015

বাংলাদেশ আর ভারতের ক্রিকেট

বাংলাদেশ আর ভারতের ক্রিকেট
ইতিহাস একটু বিশ্লেষণ করা যাক...
ভারত টেস্ট স্ট্যাটাস পায় ১৯৩২ সালে...
আর প্রথম টেস্ট জয় পায় ১৯৫২ সালে।
অর্থ্যাৎ, ভারতের প্রথম টেস্ট জয়
করতে সময় লাগে ২০ বছর। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস ২০০০
সালে... প্রথম টেস্ট বিজয় ২০০৫ সালে।
অর্থ্যাৎ, প্রথম টেস্ট জয় করতে সময়
লাগে মাত্র ৫ বছর।
ভারতের টেস্টে প্রথম ডাবল
সেঞ্চুরি আসে ৩২ বছর পর... বাংলাদেশের প্রথম ডাবল
সেঞ্চুরি আসে ১২ বছর পর...
ভারত ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৭১
সালে... প্রথম ওয়ানডে জয় পায় ৮ বছর পর
১৯৭৯ সালে।
বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে... প্রথম ওয়ানডে জয় মাত্র ১
বছর পর ১৯৯৮ সালে।
ভারত তাদের প্রথম ওয়ার্ল্ড
কাপে সবগুলো ম্যাচে গো-
হারা হারে।
বাংলাদেশ তাদের প্রথম ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ড এর
পাশাপাশি পাকিস্তানের মত
পরাশক্তির বিরুদ্ধে জয়ী হয়।
ভারত তাদের ১১ জন প্লেয়ার বের
করে ১২১ কোটি লোকের মধ্যে থেকে...
বাংলাদেশ তাদের ১১ জন প্লেয়ার বের করে মাত্র ১৬ কোটি লোকের
মধ্যে থেকে...
ভারতের ক্রিকেটের আজকের অবস্থান
তৈরি হয়েছে ৮১ বছর খেলে।
বাংলাদেশ ক্রিকেট খেলে আজ মাত্র
১৬ বছর ধরে। আমাদের এই অল্প সময়ে যা অর্জন... সেই
তুলনায় ভারত অনেক অনেক পিছিয়ে...
হে ভারতমাতা...
তবে কিসের এত দম্ভ
তোমার...???
কিসের এত অহংকার...??? তোমাদের মতো আমাদের ৮১ বছর
খেলতে হবে না... আমাদেরকে আর
মাত্র কয়েকটা বছর খেলতে দাও...
বিশ্ব
ক্রিকেটের রাজদন্ড
নিয়ে ছিনিমিনি খেলবো আমরা... সেইদিন খুব বেশি দুরে নেই... যেদিন
তোমরা টাইগারদের
সাথে কথা বলবে শুধু মাথা নিচু করে...
অনেক হইছে আর নয় এবার টাইগারদের পালা।

0 comments:

Post a Comment