Friday, April 24, 2015

পদত্যাগের সময় লোটাস কামাল যে তথ্যগুলো ফাঁস করলেন।

পদত্যাগের সময় লোটাস কামাল
যে তথ্যগুলো ফাঁস করলেন।


বাংলাদেশ-ভারতের মধ্যকার
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের
ম্যাচে স্পাইডার ক্যামেরা
ব্যাবহার করতে দেওয়া হয়নি,
যা ছিল এই বিশ্বকাপে প্রথম
ও একমাত্র ম্যাচ।
.
জায়ান্ট স্ক্রিনে বিতর্কিত
সিদ্ধান্তগুলোর
রিপ্লে পর্যন্ত দেখানো হয়নি।
.
জায়ান্ট স্ক্রিনে ‘জিতেগা ভাই
জিতেগা
ইন্ডিয়া জিতেগা দেখানো হলো।'
এই বিষয়ে লোটাস কামাল বলেন,
‘সেদিনের খেলায় আমি মাঠে
ছিলাম।
মেলবোর্নের মতো মাঠে প্রথম
খেলা হলো স্পাইডার ক্যামেরা
ছাড়া।
জায়ান্ট স্ক্রিনে ‘জিতেগা ভাই
জিতেগা ইন্ডিয়া জিতেগা
দেখানো হলো।’
.
এর আগে... গত বছর মুস্তফা কামাল
দায়িত্ব গ্রহণের আগেই আইসিসি
সভাপতির প্রায় সব নির্বাহী
ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে।
নির্বাহী ক্ষমতা সম্পন্ন
চেয়ারম্যানের একটি
পদ নতুনভাবে সৃষ্টি করা
হয়েছে, যে পদে আছেন
ভারতের নারায়ণস্বামী শ্রীনিবাসন।
.
এবারের বিশ্বকাপের কোয়ার্টার
ফাইনালে
১৯ মার্চ বাংলাদেশ-ভারত
ম্যাচে আম্পায়ারদের
তিন তিনটি সিদ্ধান্ত
বাংলাদেশের বিপক্ষে যায়।
এতে ভারতের কাছে ১০৯ রানে
হেরে টাইগারদের স্বপ্নভঙ্গ হয়।
প্রথম জালিয়াতি, মাশরাফি
বলে এলবি দেওয়া
হয়নি রায়নাকে, এমন কি থার্ড
আম্পায়ারের "হক আই"
সিস্টেমেও প্রতারণা করা হয়।
.
দ্বিতীয় জালিয়াতি, রুবেলের
করা বল রহিত শর্মার কোমরের
নিচে থাকলেও আম্পায়ার নো বলে
দেয়।
.
তৃতীয় জালিয়াতি, বিশ্বকাপে
বাংলাদেশে সেরা ব্যাটসম্যান
রিয়াদের সিক্সকে আম্পায়ার
ক্যাচ আউট দেয়। শেখর ধাওয়ান
কিন্তু বাওন্ডারির দড়ির উপরেই ছিল।
.
প্রতারণামূলক ম্যাচে বাংলাদেশ
হারার পর লোটাস কামাল,
বাজে আম্পারাগিরির সমালোচনা
করেন।
কিন্তু ইন্ডিয়ান শ্রীনিবাসন
তা ভালভাবে নেননি।
তাই আইসিসি প্রেসিডেন্টকে
দিয়ে ফাইনালে কাপ দিতে
দেওয়া তো দূরের কথা, মাঠেও
প্রবেশ করতে দেয়নি।
অথচ, ‘আইসিসির সংবিধানের
৩.৩ নম্বর ধারা অনুযায়ী
বিশ্বকাপের ফাইনালের মতো
টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে
ট্রফি দেওয়ার অধিকার কেবল
সভাপতিরই আছে।’
এই হচ্ছে বাংলাদেশের প্রতি
ভারতের বন্ধুত্বের নিদর্শন।

0 comments:

Post a Comment