Monday, July 6, 2020

How to Earn to Adf.ly - Adf.ly থেকে ইনকাম।

আসসালামুআলাইকুম, যারা নতুন ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু Adf.lу কি জানেন না তাদের জন্য আমার এই টিউন।

Adf.lу এর কাজ কিঃ 
adf.ly এর মাধ্যমে বড় আকারের ওয়েব এড্রেস/ইউআরএল কে খুব ছোট আকারে পরিনত করা। বড় ইউআরএল শেয়ার করতে সমস্যা হয় আর এই  ইউআরএল শর্ট সার্ভিস ব্যবহার করে বড় ইউআরএল কে সংক্ষিপ্ত করে নেওয়া। সংক্ষিপ্ত শেয়ার করা লিংকে কেউ ক্লিক করলেই আপনার আয় হবে এবং এই ক্লিকের পরিমান যত বেশি হবে আয় তত বাড়বে।
আয় করবেন যে ভাবেঃ 
adf.ly থেকে টাকা আয় করার জন্য প্রথমে аdf.lау এ আপনার একাউন্ট থাকা প্রয়োজন। এডফ্লাই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে নিচের বাটনে ক্লিক করুন-


লিঙ্ক ওপেন হলে নিচের ছবির মত দেখবেন - 
 

Jоіn Now ক্লিক করেন তারপরে নিচের ছবির মত একটা ফরম আসবে - 

 

ফরমটি সঠিক ভাবে পূরণ করে Jоіn ক্লিক করেন। এখন আপনার দেওয়া মেইল ঠিকানায় একটা ইমেইল পাবেন, সেটাতে দেওয়া লিংকে ক্লিক করে একাউন্ট এক্টিভ করে লগ ইন করুন। লগিইন করা হলে নিচের ছবির মত দেখবেন- 
 

এর হোম পেজ এর নিছে যে ফাকা জায়গায় দেখতেছেন ওখানে আপনার যে ওয়েব/ইউআরএলটি ছোট করতে চান সেটি লিখুন/বসান তারপরে Shrіnk! বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া বড় লিংকটি ছোট হয়ে যাবে। 

সেই ছোট লিংক টাকে শেয়ার করুন আপনার নিজের ব্লগ সাইটে বা যে কোনো জায়গায়। আপনার দেওয়া লিঙ্কে কেউ ক্লিক করলে আপনার ইনকাম শুরু হবে। আপনার দেওয়া লিংকে যত ক্লিক পাবেন ততই আপনার আয় বাড়তে থাকবে। 

রেফারেল থেকে আয়ঃ 
অ্যাকাউন্ট কররার সাথে সাথে আপনি একটা রেফারেল আইডি লিঙ্ক পাবেন ঐ লিঙ্ক থেকে কেউ জয়েন হলে আপনার রেফারেল হবে। রেফারেল থেকে শতকরা ২০ ভাগ আয় আপনার অ্যাকাউন্ট এ জমা হবে। 
  
Adf.lу থেকে টাকা আয় করে কিভাবে হাতে পাবেনঃ 
পেমেন্ট সিস্টেম হিসেবে পেপ্যাল আর পাইজা  সাপোর্ট করে। সর্বনিম্ন ৫ ডলার হলেই ওরা আপনার পাইজা একাউন্টে টাকা পাঠিয়ে দিবে।  অটোমেটিক টাকা পাওয়ার জন্য আপনার аdf.lу একাউন্টের “wіthdrаw” লিখা লিংকে ক্লিক করে পাইজা একাউন্ট এর ইমেইল আইডি টি বসিয়ে দিন। তাতেই প্রতি মাস শেষে আপনার আয় করা টাকা চলে আসবে  | 

0 comments:

Post a Comment