Saturday, June 20, 2020

বইঃ নিষাদ -- লেখকঃ হুমায়ূন আহমেদ

একটি মানুষের কয়েকটি জীবন থাকে? তাই তো মনে হয়। একজন শিশু জন্মায়, বড় হয়, মৃত্যু হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকাল একটি ধারায় প্রবাহিত হয়। সেই ধারায় সুখ-দুঃখ,আনন্দ-বেদনার নানা ঘটনা।
এখন প্রশ্ন হচ্ছে, জীবনের ধারা একটি না হয়ে কি অনেকগুলো হতে পারে না?
প্যারালাল ওয়ার্ল্ড এর ধারায় দেখানো হয় যে আরেকটি পৃথিবী আছে যেখানে একই রকমের মানুষের বসবাস।

মিসির আলির কাছে মুনির নামের এক যুবক আসে এবং ভিন্ন এক জগতের গল্প বলে।যে জগতে সে খুব সুখী একজন মানুষ তার সকল অপ্রাপ্তি গুলো সেই জগতে সে পাচ্ছে। কিন্তু যখন সে খুব ক্লান্ত-পরিশ্রান্ত থাকে তখনই সেই জগতে সে প্রবেশ করতে পারে।

মুনিরের এই মানসিক সমস্যার ব্যাখ্যা করার আপ্রান চেষ্টা করতে থাকেন মিসির আলি সাহেব। কিন্তু মুনিরের এই অসুস্থতা একসময় অনেক বেড়ে যায় আর তার জীবনের সমাপ্তি ঘটে।


0 comments:

Post a Comment