Sunday, May 31, 2015

দীপিকা আসছে ঢাকায়।

দীপিকা আসছে ঢাকায়। এ নিয়ে অনেকের মাঝে আনন্দের সিমা নেই। এরা মাঝে মাঝে আসে আর অনেক টাকা নিয়ে যায়। অনেকে অনেক টাকা ঢালবে তার জন্য। লাক্সের প্রচারণার অংশ হিসেবে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাংলাদেশে আসার খবর ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে অনেক আগেই।এর আগে বিভিন্ন সময় বলিউডের শাহরুখ-সালমান বা ক্যাটরিনা কাইফের মতো তারকারা বাংলাদেশ ঘুরে গেলেও এটাই দীপিকার প্রথম বাংলাদেশ সফর।
by ibrahim HD

Thursday, May 28, 2015

আপনার কিছু বলার আছে ?

বাস্তব সত্য এবং জীবনমুখী প্রশ্ন করার অপরাধে ক্ষমা চাইতে বাধ্যকরা হল হলিক্রসের ইসলাম শিক্ষার শিক্ষককে ?
হয়তো চাকরিও হারাবেন উনি । উনার বুঝা উচিত ছিল নারীর অবমাননা যারা করে তাদের পিতারাই এখন নিয়ত্রক ও সুশিলের ভুমিকায় ।
কি ছিল সেই প্রশ্নে ?
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির প্রথম সাময়িকীর ইসলাম ধর্ম (সৃজনশীল) পরীক্ষা হয় গত সোমবার।
৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে,
“সানজিদার চালচলন, বেশভূষা ও কথাবার্তায় বেশ মার্জিত সবাই তার সাথে সদাচরণ করে। অপরপক্ষে তার সহপাঠী রুমানা আটসাঁট পোশাক পরে। তাই সে গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরে প্রতিবছর বৈশাখী মেলাসহ বিভিন্ন মেলায় অংশ গ্রহণ করে। মাঝে মধ্যে সে অনেক সমস্যায় পড়ে, তার কথাবার্তা চালচলন মার্জিত নয়। পাড়ার ছেলেরা অনেক সময় তাকে উত্যক্ত করে। এ বছর বৈশাখী মেলায় ঘটে যাওয়া বিষয় সম্পর্কে রুমানা –সানজিদাকে জানালে সানজিদা তাকে পোশাক পরিচ্ছদে শালীনতা অবলম্বনের পরামর্শ দেয়।”
ক. শালীনতা কী? ১
খ. রুমানা পোশাক পরিচ্ছদে শালীনতা অবলম্বন করবে কেন? ব্যাখ্যা কর। ২
গ. সানজিদাকে অনুসরণ করে আমরা কীভাবে সামাজিক অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করতে পারি? ব্যাখ্যা কর। ৩
ঘ. সুস্থ, সুন্দর সমাজ গঠনে শালীনতার তাৎপর্য ও গুরুত্ব কুরআন- হাদীসের আলোকে বিশ্লেষণ কর। ৪
আপনার কিছু বলার আছে ?

by ibrahim HD

Saturday, May 23, 2015

ঢামেকে বাবার চিকিৎসা করাতে এসে ধর্ষিত তরুণী : তোলপাড়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগির মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে কর্তব্যরত আনসার সদস্যের বিরুদ্ধে।
মাজারে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাসপাতালেরই কোন কক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে।
এ নিয়ে হাসপাতালজুড়ে ব্যাপক জল্পনা-কল্পনা ও সমালোচনা চলছে। অভিযোগ ওঠার পর বকুল সরকার নামে ওই আনসার সদস্য কৌশলে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন।
২৫ এপ্রিল পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকার মেয়েটি তার বাবাকে চিকিৎসা করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে বাবাকে হাসপাতালের ২১৯ নম্বর সার্জারি বিভাগে ভর্তি করান। এ সময় ঢামেকে কর্মরত আনসার সদস্য বকুল সরকারের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বকুল সরকার। এক পর্যায়ে মেয়েটিকে ঢাকার একটি মাজারে নিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। পরে হাসপাতালের একটি কক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।
পরে মেয়েটি তাকে বিয়ের কথা বললে বকুল সরকার এতে অস্বীকৃতি জানায়। মেয়েটি বকুলের কাছ থেকে প্রত্যাখাত হয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হককে বিষয়টি জানান। পরে ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক ঢামেকে দায়িত্বরত আনসারের পিসি ইদন আলী এবং আনসার সদস্য আব্দুল হককে বিষয়টি জানান।
এব্যাপারে ইদন আলী সাংবাদিদের বলেন, আমরা ঘটনাটি কথা শুনেছি এবং মেয়ের সঙ্গে কথা বলেছি। অভিযোগটি আনসার বিভাগের প্রধান কর্মকর্তাকে জানানো হবে।
এদিকে ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়লে কৌশলৈ ছুটি নিয়ে গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীর কালাইহাটে চলে যান।


by ibrahim HD

রাজধানীতে রাস্তা থেকে ফিল্মি কায়দায় তরণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

রাজধানীতে রাস্তা থেকে এক তরুণীকে জোর করে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায়। ধর্ষিতা তরুণী এ ঘটনায় ভাটার থানায় মামলা দায়ের করেছেন।
ধর্ষিতা তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শো-রুমে সেলস ম্যানের কাজ করেন বলে জানা গেছে। কাজ শেষে বাসায় ফেরার জন্য রাত ৯টার দিকে কুড়িল বিশ্বরোডে রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তার সামনে থামে। পরে কয়েক যুবক তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে মাইক্রোবাসেই গণধর্ষণ করে উত্তরা পূর্ব থানাধীন জসিম উদ্দিন রোডের মাথায় ফেলে রেখে চলে যায়।
ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধর্ষিতা ওই তরুণী বর্তমানে থানায় আছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৬।
by ibrahim HD
সনদের স্বীকৃতি দরকার!
যেভাবেই হোক সনদের স্বীকৃতি চাই। কওমীদের সব
মন্ত্রণালয়ে ঢুকতে হবে। দেশ হবে কওমীদের। শাসন
চলবে আল্লাহর। শান্তিতে থাকবে জনগণ। কায়েম
হবে ন্যায়বিচার।
অন্যথা আগামীতে মসজিদের ইমামতি ও থাকবে না
সনদ ছাড়া হবে না। তাহলে কারা হবে ইমাম বুঝতে
পারছেন? রোহিঙ্গাদের মত হবে অবস্থান। স্পেনের
মত চলবে আর্তনাদ। প্রস্তুতির সময় বেশি না।
বিপদ ও দুরে না। কমাশিসা আপনাকে জাগাচ্ছে আর
আপনি ঘুমাচ্ছেন! তাজুলের আর্তনাদে নিদ ভাঙ্গছে
না যেভাবে বৃটিশের ব্যাপারে উলামাদের আহ্বানে
জাগছিলে না। সে দিন যা আজ ও হবে তা। তাই সময়
থাকতে সাবধান।
- ‪#‎আব্দুস_সালাম__‬


যখন কওমি মাদ্রাসায় পরতাম, তখন দেখতাম জারা আলিয়ায় পরে তাদেরকে কওমিরা আরচোখে দেখে। কোন ব্যাপার কেউ দুদিন আগে বোঝে কেউ পরে। কওমিরা দুনিয়া শাসন করতে ছায় কিন্তু তারা দুনিয়ার কারো সিস্টেম মানতে নারাজ।

by ibrahim HD