|
Saturday, May 23, 2015
ঢামেকে বাবার চিকিৎসা করাতে এসে ধর্ষিত তরুণী : তোলপাড়
রাজধানীতে রাস্তা থেকে ফিল্মি কায়দায় তরণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ
রাজধানীতে রাস্তা থেকে এক তরুণীকে জোর করে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে
গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায়। ধর্ষিতা তরুণী এ ঘটনায় ভাটার থানায় মামলা
দায়ের করেছেন।
ধর্ষিতা তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শো-রুমে সেলস ম্যানের কাজ করেন বলে জানা গেছে। কাজ শেষে বাসায় ফেরার জন্য রাত ৯টার দিকে কুড়িল বিশ্বরোডে রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তার সামনে থামে। পরে কয়েক যুবক তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে মাইক্রোবাসেই গণধর্ষণ করে উত্তরা পূর্ব থানাধীন জসিম উদ্দিন রোডের মাথায় ফেলে রেখে চলে যায়।
ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধর্ষিতা ওই তরুণী বর্তমানে থানায় আছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৬।
by ibrahim HD
ধর্ষিতা তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শো-রুমে সেলস ম্যানের কাজ করেন বলে জানা গেছে। কাজ শেষে বাসায় ফেরার জন্য রাত ৯টার দিকে কুড়িল বিশ্বরোডে রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তার সামনে থামে। পরে কয়েক যুবক তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে মাইক্রোবাসেই গণধর্ষণ করে উত্তরা পূর্ব থানাধীন জসিম উদ্দিন রোডের মাথায় ফেলে রেখে চলে যায়।
ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধর্ষিতা ওই তরুণী বর্তমানে থানায় আছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৬।
by ibrahim HD
সনদের স্বীকৃতি দরকার!
যেভাবেই হোক সনদের স্বীকৃতি চাই। কওমীদের সব
মন্ত্রণালয়ে ঢুকতে হবে। দেশ হবে কওমীদের। শাসন
চলবে আল্লাহর। শান্তিতে থাকবে জনগণ। কায়েম
হবে ন্যায়বিচার।
অন্যথা আগামীতে মসজিদের ইমামতি ও থাকবে না
সনদ ছাড়া হবে না। তাহলে কারা হবে ইমাম বুঝতে
পারছেন? রোহিঙ্গাদের মত হবে অবস্থান। স্পেনের
মত চলবে আর্তনাদ। প্রস্তুতির সময় বেশি না।
বিপদ ও দুরে না। কমাশিসা আপনাকে জাগাচ্ছে আর
আপনি ঘুমাচ্ছেন! তাজুলের আর্তনাদে নিদ ভাঙ্গছে
না যেভাবে বৃটিশের ব্যাপারে উলামাদের আহ্বানে
জাগছিলে না। সে দিন যা আজ ও হবে তা। তাই সময়
থাকতে সাবধান।
- #আব্দুস_সালাম__
যখন কওমি মাদ্রাসায় পরতাম, তখন দেখতাম জারা আলিয়ায় পরে তাদেরকে কওমিরা আরচোখে দেখে। কোন ব্যাপার কেউ দুদিন আগে বোঝে কেউ পরে। কওমিরা দুনিয়া শাসন করতে ছায় কিন্তু তারা দুনিয়ার কারো সিস্টেম মানতে নারাজ।
by ibrahim HD
যেভাবেই হোক সনদের স্বীকৃতি চাই। কওমীদের সব
মন্ত্রণালয়ে ঢুকতে হবে। দেশ হবে কওমীদের। শাসন
চলবে আল্লাহর। শান্তিতে থাকবে জনগণ। কায়েম
হবে ন্যায়বিচার।
অন্যথা আগামীতে মসজিদের ইমামতি ও থাকবে না
সনদ ছাড়া হবে না। তাহলে কারা হবে ইমাম বুঝতে
পারছেন? রোহিঙ্গাদের মত হবে অবস্থান। স্পেনের
মত চলবে আর্তনাদ। প্রস্তুতির সময় বেশি না।
বিপদ ও দুরে না। কমাশিসা আপনাকে জাগাচ্ছে আর
আপনি ঘুমাচ্ছেন! তাজুলের আর্তনাদে নিদ ভাঙ্গছে
না যেভাবে বৃটিশের ব্যাপারে উলামাদের আহ্বানে
জাগছিলে না। সে দিন যা আজ ও হবে তা। তাই সময়
থাকতে সাবধান।
- #আব্দুস_সালাম__
যখন কওমি মাদ্রাসায় পরতাম, তখন দেখতাম জারা আলিয়ায় পরে তাদেরকে কওমিরা আরচোখে দেখে। কোন ব্যাপার কেউ দুদিন আগে বোঝে কেউ পরে। কওমিরা দুনিয়া শাসন করতে ছায় কিন্তু তারা দুনিয়ার কারো সিস্টেম মানতে নারাজ।
by ibrahim HD
নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যার পথ বেছে নিয়েছে সৌদি অারবে গূহর্কমে অাসা এই মহিলা !!
নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে
অাত্মহত্যার পথ বেছে নিয়েছে সৌদি অারবে গূহর্কমে অাসা এই মহিলা !!
সরকার অল্প খরচে বাংলাদেশ থেকে মহিলা গৃহকর্মী সৌদিআরব পাঠাচ্ছে। যেখানে নিজ দেশেই তারা নিরাপত্তাহিনতায় ভোগে সেখানে অন্য এক পরিবেশে অন্য এক জায়গায় পরিবার পরিজন ছাড়া কিভাবে তারা থাকবে।
অামাদের বোন , যারা গূহকমী হিসেবে সৌদি অাসতে চান তারা তারা পারবেন তো সহ্য করতে.
অারো একটু ভালো করে ভাবুন টাকা না কি অাত্মমর্যাদা মান সম্মান ৷ প্লিজ অাপনারা অামার পোষ্টা শেয়ার করে সবাই কে দেখার সুযক দিন
by ibrahim HD
অাত্মহত্যার পথ বেছে নিয়েছে সৌদি অারবে গূহর্কমে অাসা এই মহিলা !!
সরকার অল্প খরচে বাংলাদেশ থেকে মহিলা গৃহকর্মী সৌদিআরব পাঠাচ্ছে। যেখানে নিজ দেশেই তারা নিরাপত্তাহিনতায় ভোগে সেখানে অন্য এক পরিবেশে অন্য এক জায়গায় পরিবার পরিজন ছাড়া কিভাবে তারা থাকবে।
অামাদের বোন , যারা গূহকমী হিসেবে সৌদি অাসতে চান তারা তারা পারবেন তো সহ্য করতে.
অারো একটু ভালো করে ভাবুন টাকা না কি অাত্মমর্যাদা মান সম্মান ৷ প্লিজ অাপনারা অামার পোষ্টা শেয়ার করে সবাই কে দেখার সুযক দিন
by ibrahim HD
Friday, May 22, 2015
ভারত ও সাউথ আফ্রিকার সাথে মোট ৬টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। . এই ৬টি ম্যাচের মধ্যে মাত্র যেকোন ২টি ম্যাচ যদি বাংলাদেশ জিতে তাহলে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলার সুযোগ পাবে।আর এই টুর্নামেন্টে রেংঙ্কিংয়ের ১ থেকে ৮ নং দল খেলার সুযোগ পায়।বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের ৮৮ পয়েন্ট,বাংলাদেশের ৮৮ পয়েন্ট এবং পাকিস্তানের ৮৭ পয়েন্ট রয়েছে।বাংলাদেশকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত রেংঙ্কিয়ে ৮ এর মধ্যে থাকতে হবে।এক্ষেত্রে মাত্র ২টি ম্যাচ জিতলেই যথেষ্ট . আপনারা কি বলেন বাংলাদেশ কি পারবে মাত্র ২টি ম্যাচ জিততে? আমারতো মনে হয় আরো বেশি ম্যাচ জিতবে।
by ibrahim HD
Subscribe to:
Posts (Atom)