Saturday, May 23, 2015

সনদের স্বীকৃতি দরকার!
যেভাবেই হোক সনদের স্বীকৃতি চাই। কওমীদের সব
মন্ত্রণালয়ে ঢুকতে হবে। দেশ হবে কওমীদের। শাসন
চলবে আল্লাহর। শান্তিতে থাকবে জনগণ। কায়েম
হবে ন্যায়বিচার।
অন্যথা আগামীতে মসজিদের ইমামতি ও থাকবে না
সনদ ছাড়া হবে না। তাহলে কারা হবে ইমাম বুঝতে
পারছেন? রোহিঙ্গাদের মত হবে অবস্থান। স্পেনের
মত চলবে আর্তনাদ। প্রস্তুতির সময় বেশি না।
বিপদ ও দুরে না। কমাশিসা আপনাকে জাগাচ্ছে আর
আপনি ঘুমাচ্ছেন! তাজুলের আর্তনাদে নিদ ভাঙ্গছে
না যেভাবে বৃটিশের ব্যাপারে উলামাদের আহ্বানে
জাগছিলে না। সে দিন যা আজ ও হবে তা। তাই সময়
থাকতে সাবধান।
- ‪#‎আব্দুস_সালাম__‬


যখন কওমি মাদ্রাসায় পরতাম, তখন দেখতাম জারা আলিয়ায় পরে তাদেরকে কওমিরা আরচোখে দেখে। কোন ব্যাপার কেউ দুদিন আগে বোঝে কেউ পরে। কওমিরা দুনিয়া শাসন করতে ছায় কিন্তু তারা দুনিয়ার কারো সিস্টেম মানতে নারাজ।

by ibrahim HD

নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যার পথ বেছে নিয়েছে সৌদি অারবে গূহর্কমে অাসা এই মহিলা !!

নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে
অাত্মহত্যার পথ বেছে নিয়েছে সৌদি অারবে গূহর্কমে অাসা এই মহিলা !!

সরকার অল্প খরচে বাংলাদেশ থেকে মহিলা গৃহকর্মী সৌদিআরব পাঠাচ্ছে।  যেখানে নিজ দেশেই তারা নিরাপত্তাহিনতায় ভোগে সেখানে অন্য এক পরিবেশে অন্য এক জায়গায় পরিবার পরিজন ছাড়া কিভাবে তারা থাকবে।


অামাদের বোন , যারা গূহকমী হিসেবে সৌদি অাসতে চান তারা তারা পারবেন তো সহ্য করতে.

অারো একটু ভালো করে ভাবুন টাকা না কি অাত্মমর্যাদা মান সম্মান ৷ প্লিজ অাপনারা অামার পোষ্টা শেয়ার করে সবাই কে দেখার সুযক দিন

by ibrahim HD

Friday, May 22, 2015



 ভারত ও সাউথ আফ্রিকার সাথে মোট ৬টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। . এই ৬টি ম্যাচের মধ্যে মাত্র যেকোন ২টি ম্যাচ যদি বাংলাদেশ জিতে তাহলে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলার সুযোগ পাবে।আর এই টুর্নামেন্টে রেংঙ্কিংয়ের ১ থেকে ৮ নং দল খেলার সুযোগ পায়।বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের ৮৮ পয়েন্ট,বাংলাদেশের ৮৮ পয়েন্ট এবং পাকিস্তানের ৮৭ পয়েন্ট রয়েছে।বাংলাদেশকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত রেংঙ্কিয়ে ৮ এর মধ্যে থাকতে হবে।এক্ষেত্রে মাত্র ২টি ম্যাচ জিতলেই যথেষ্ট . আপনারা কি বলেন বাংলাদেশ কি পারবে মাত্র ২টি ম্যাচ জিততে? আমারতো মনে হয় আরো বেশি ম্যাচ জিতবে।
by ibrahim HD

Neteller ডলার বিকাশ কিংবা ব্যাংক থেকে

Get Neteller dollar loaded in Bangladesh. We are freelancers and receive payment from clients. If you need Neteller payment we can help you.
আপনার Neteller এ লোড করতে পারবেন যদি আমাদের কাছে ডলার থাকে, আমরা কাজের পেমেন্ট পেলে কিছু ডলার জমা পরে যা দিয়ে আপনাদের সহায়তা করে থাকি।

দরদামঃ ১০০ ডলারের নিচে ১৫% আর বিকাশে পে করতে চাইলে বিকাশ খরচ আপনাকে দিতে হবে
দরদামঃ ১০০ থেকে ৫০০ ডলার ১৪% খরচ
দরদামঃ ৫০০+ এ ১৩% খরচ
কলঃ 01737570077
পাঠানো ডলার থেকে কোন ডলার কেটে রাখা হয় না।
বিকাশে পে করতে চাইলে বিকাশ খরচ আপনাকে দিতে হবে।
কোন লুকানো ফি নেই।
বিকাশ করার ২/৩ ঘন্টার ভিতরে ডলার পেয়ে যাবেন।

এটি AmaderAd এর একটি সহায়ক উদ্যোগ, তাই আপনার টাকা মেরে দেওয়ার সম্ভাবনা নেই।


by ibrahim HD

Skrill থেকে বিকাশ

Skrill থেকে বিকাশ

অনেক অভিযোগ আসে যে স্ক্রিলে ৫৭/৫৮ টাকা রেট পাওয়া যায়। কেউ কেউ বলেন টাকা মেরে দেওয়ার কথা। ইউরো জনিত কারনে অনেকে ভোগান্তিতে পরেন। অনেকের টাকা আসে না। নানান কাহিনীতো আছেই।

 কল করুন – 01737570077 এ

আমাদের মাধ্যমে স্ক্রিল ভাঙ্গাতে পারবেন –
১-২ ঘন্টার মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১৫% (মানে ৬৫ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)
১২ ঘন্টার মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১৪% (মানে ৬৬ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)
২ দিনের মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১৩% (মানে ৬৭ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)
৭ দিনের মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১২% (মানে ৬৮ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)
১৫ দিনের মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১১% (মানে ৬৯ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)
৩০ দিনের মধ্যে বিকাশে টাকা পেতে খরচ – ১০% (মানে ৭০ টাকা রেট পাবেন, সব মিলিয়ে)

কল করুন – 01737570077 


by ibrahim HD