প্রাচীন ব্যবিলনের কুপ্রথা
গ্রীক ঐতিহাসিক হেরোডোটাসের বর্ননা অনুযায়ী প্রাচীন ব্যবিলনে একটি কুপ্রথা ছিল, প্রতিটি রমনীকে বিবাহের পূর্বে জীবনের কোন না কোন দিন এক বিদেশী পুরুষের শয্যাসঙ্গিনী হতে হত । ঘটনাটি ঘটত দেবী ভিনাসের ( আফ্রোদিতি) মন্দিরের বাইরে যেখানে রমনীটি অপেক্ষা করত যতক্ষন কোন পুরুষ এসে তার সঙ্গে না সৌদা করত। বিত্তবানরা খোলা জায়গায় অপেক্ষা না করে গাড়িতে অপেক্ষা করত । পরিষেবা শেষে পারিশ্রমিক প্রদানের সময় রমনীটিকে বলতে হত "দেবীর কৃপা আপনার ওপর বর্ষিত হোক '' ৷